Saturday, April 25, 2009

অনলাইনে ব্যাংক ডাকাতি

তথ্যপ্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পাল্টে গেছে ব্যাংক ডাকাতির মতো ঘটনাও। আর ব্যাংকগুলোর মধ্যে অনলাইন সিস্টেম চালু হওয়ায় ঝুঁকিও বেড়েছে অনেক। অনলাইনে হ্যাকাররাই জব্দ করছে ব্যাংকের লাখ লাখ টাকা। সম্প্রতি ব্রিটেনে ধরা পড়ল অনলাইনে ব্যাংক ডাকাতির জন্য খ্যাত হাগ রবলি। বহুদিন ধরে তিনি তার সাথীদের নিয়ে এ ধরনের কাজ করছেন। ব্রিটেনের সুমিতমো মিটসুই ব্যাংকিং করপোরেশন থেকে অনলাইনের মাধ্যমে টাকা ট্রান্সফার করার সময় হাতেনাতে ধরা পড়ল হাগ ও তার দুই সহযোগী জানভান ও গিললেস। তারা প্রথমে এই ব্যাংকে নিজের একাউন্ট খোলে এবং টাকা দিয়ে ব্যাংক সিকিউরিটি সুপারভাইজার থেকে বেশকিছু কোড নিয়ে নেয়। এগুলো নিয়ে গবেষণা করে ব্যাংক থেকে তারা ২২৯ মিলিয়ন ডলার তাদের নিজস্ব একাউন্টে ট্রান্সফার করার চেষ্টা করে। কিন্তু কোন কারণে ব্যালেন্স ট্রান্সফার না হওয়ায় ব্যাংকের কর্মচারীরা বিষয়টি সমাধান করার চেষ্টা করে। আর ঠিক এ সময়ই ধরা পড়ে যে ট্রান্সফারটির কোন ডকুমেন্ট নেই। আর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ন্যাশনাল হাইটেক ক্রাইম ইউনিট। ধরা পড়ে অনলাইট ব্যাংক ডাকাতির এই দলটি।

No comments: