বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের পাসওয়ার্ড নিয়ে জরিপ করেছে হোয়াটস মাই পাস ডট কম। সবচে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের এক নম্বরে আছে ‘১২৩৪৫৬’। খোদ ‘পাসওয়ার্ড’ শব্দটি পাসওয়ার্ডের তালিকায় দ্বিতীয় হয়েছে। শীর্ষ ৫শ বহুল ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় ঘুরেফিরে পপ কালচার ও প্রথম গাড়ির নামগুলো ব্যবহারের হিড়িক দেখা গেছে।
এছাড়াও পাসওয়ার্ড হিসেবে আছে ব্যাটম্যান, এনসিসি ১৭০১, কোকাকোলা, বন্ড ০০৭। পাসওয়ার্ড দাতাদের অনেকে বেছে নেন নিজের নামটিও।
ওয়েবসাইটটি জানিয়েছে ৯ জনের ১জন ব্যবহারকারী এ তালিকার একটি পাসওয়ার্ড ব্যবহার করেন। এছাড়া ৫০ জনের ১জন শীর্ষ ২০টি পাসওয়ার্ডের একটি ব্যবহার করেন। গবেষণায় আরও বলা হয়, একজন ব্যবহারকারী তার বিভিন্ন একাউন্টের জন্য গড়ে ১৫টি পাসওয়ার্ড ব্যবহার করে। ৬১ শতাংশই সব একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড ব্যবহার করে।
No comments:
Post a Comment