সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বর্তমান সময়ের বেশ আলোচিত ও প্রয়োজনীয় বিষয় .অন লাইনে খুজলে এর উপর অসংখ্য টিপস্ পাওয়া যায় ।কোনটি কাজের আবার কোনটি মনগড়া ।যাহোক আমার এই লেখায় আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পকিত কোন টিপস্ দিব না ।বরং আমি একটি নতুন সাইটকে সার্চ ইঞ্জিনে ভাল র্যাংক পেতে হলে কি কি করতে হবে তা সংক্ষেপে বর্ণনা করব।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মুলত দুই ধাপের কাজ
---অন পেজ
---অফ পেজ
অনপেজ অপটিমাইজেশন দিয়ে শুরু করি।অনপেইজ অপটিমাইজেশন মুলত কত গুল ধাপের কাজ। আমি এখানে ধাপে ধাপে সেই সম্পরকেই আলচনা করব।
১ আপনার কাজের প্রথম ধাপ হবে কীওয়ার্ড ঠিক করা ।আপনার সকল চেষ্টা ব্যর্থ হবে ভুল কী ওয়ার্ড ব্যবহার করার কারনে। এজন্য বিভিন্ন অনলাইন টুল ব্যবহার করে আপনার সঠিক কী ওয়ার্ড বেছে নিন ।
২ এবার আপনার বেছে নেওয়া গুলো ব্যবহার করে গুগলে সার্চ করুন , স্বাভাবিক ভাবেই কতগুলো সাইটের বা পেইজ ঠিকানা আসবে ।এবার আপনার সার্চ রেজাল্টে আসা ১ম ও২য় সাইটের ঠিকানা সংরক্ষন করুন ।
৩ এবার আমরা যেহেতু সার্চ ইঞ্জিনে ভাল রাংকিং চাই, তাই এই দুটো সাইটকে করে এদের দূর্বলতা গুলো খুজে বের করব এবং এই ভুলগুলা আমরা সংশোধণ করে তাদেরকে পরাজিত করব । এই জন্য আমরা যে বিষয় গুলো লক্ষ্য করব তা হলো-
--সার্চ রেজাল্টে পাওয়া ঠিকানাটা কি সাইটের Home page নাকি Sub page?
--সাইটটি তার টাইটেলে কি ব্যবহার করেছে?
--সাইটটির কী ওয়ার্ড কি কি?
--সাইটটির Description কি?
--লক্ষ্য করব যে Tag ব্যবহারে hierarchy বজায় রাখা হয়েছে কিনা ।
--Anchor text এর ব্যবহার হয়েছে কিনা ।
--Image search tag এর ব্যবহার হয়েছে কিনা
--সাইটটির পেইজ এ কীওয়ার্ড ডেনসিটী কত?
--Footer এ কী ওয়ার্ড ব্যবহার করেছে কিনা?
--Page Rank কত?
--Back Link এর সংখা কত?
এই কাজ গুলো আপনি করতে পারেন নিজে নিজে অথবা বিভিন্ন Software ব্যবহার করে ও করতে পারেন । আমি এজন্য আপনাদেরকে SEO ELITE ব্যবহার করেত বলব ।
এখন আমরা আমাদের এই এর উপর ভিওি করে আমাদের সাইট টির অপটিমাইজেশন করব । এ জন্য আমাদের যা যা করতে হবে তা হলঃ-
--সবগুলো কাজ Home page করা
--টাইটেলে কীওয়ার্ড গুল সুন্দর ভাবে ব্যবহার করা
--Description এ কীওয়ার্ড গুল সুন্দর ভাবে ব্যবহার করা
--Image search tag ব্যবহার করা
-- Tag hierarchy বজায় রাখা
--Anchor text ব্যবহার করা
--Footer এ আপনার কীওয়ার্ডগুলো ব্যবহার করা
--কী ওয়ার্ড ডেন সিটি ৫%-১০% এর ভিতরে রাখা
--Back Link তৈরী করা
এই কাজগুলো হলে আপাতত আপনার অন পেইজ অপটিমাইজেশন শেষ। সার্চ ইঞ্জিন এ আপনার সাইট সাবমিট করে অপেক্ষা করতে হবে।
No comments:
Post a Comment