বর্তমান পরিপ্রেক্ষিতে শুধুমাত্র ঢাকা শহরে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। আর বন্ধু মহলে আলোচনার অন্যতম টপিক হয়েছে ফেইসবুক। কারণ বন্ধু বানাচ্ছে নিত্য, বন্ধুদের সাথে চ্যাটিং করছে, মজার কমেন্ট করছে একজন আরেকজনের ওয়ালে, ছবির উপর ট্যাগিং করছে, কেউ কেউ অবশ্য এ্যাডাল্ট সব কথা জুড়ে দিচ্ছে ছবির উপর। তাতেই ব্যবহারকারীদের মজা। আর এই মজা লুফতেই ফেইসবুক ছাড়ছে না ছেলেমেয়েরা। কিন্তু আমাদের মধ্যে যারা ফেইসবুক ব্যবহার করছে তারা বেশ শিক্ষিত সেই সাথে বুদ্ধিমানও বটে। এই বুদ্ধিমত্তাগুলোর অধিকাংশই ফেইসবুকে থেকে বিভিন্ন কমেন্টের উপর কমেন্ট করছে। কিন্তু কি বা কতটুকু লাভ হচ্ছে? বরং প্রচুর পরিমাণে সময় অপচয় হচ্ছে। ক্ষতি হচ্ছে পড়াশোনার, কখনও কখনও আবার মেয়ে ছেলে উভয়ই বিরক্তি স্বীকার হচ্ছে। তবে এই বুদ্ধিমান ছেলে কিংবা মেয়েরা যদি তাদের বুদ্ধি খাটিয়ে অনলাইন থেকে উপার্জনের সাথে জড়াতো তাহলে ব্যাপারটা কেমন হতো? অবশ্যই ভাল, এতে একমত পোষণ করবে সবাই। ফেইসবুককে শুধু দোষী করলে লাভ নেই। মূল ক্ষতিটা আসলে আমরা নিজেরাই করছি। আমাদের মধ্যে যারা ফেইসবুক ব্যবহার করছি তারা ব্লগ তৈরির পর গুগল এডসেন্স ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারে। আবার একটা ছেলে খুব ভাল ভাবেই ধাপে ধাপে ভিডিও টিউটোরিয়াল দেখে ফটোশপ বা ওয়েব ডিজাইন শিখে নিতে পারে ইউটিউব কিংবা মেটাকাফের মত ভিডিও দেখার সাইট ব্যবহার করে। তারপর সেই শিক্ষা কাজে লাগিয়ে জুমলান্সারস কিংবা গেট এ ফ্রিল্যান্সার বা ওডেস্ক থেকে নিয়মিত কাজ করতে পারে। অল্প বা বেশি যাই হোক বলিনা কেন এই ফেইসবুক ব্যবহারকারীরাই নিজের ক্ষতি না করে অনলাইন ব্যবহার করে বরং পরিবারের কর্তাকে একটু সাহায্য করতে পারে।
Sunday, May 10, 2009
টিনেজারদের ক্ষতি করছে সোশ্যাল সাইটগুলো!
প্রেক্ষাপটটা পাল্টিয়েছে অনেকখানি কেননা আগে যেখানে শুধুমাত্র ইমেইলের জন্যই ইন্টারনেট ব্যবহার করা হতো সেখানে ভীড় করেছে সোস্যাল নেটওয়ার্কিং। বর্তমানে আমাদের দেশে ফেইসবুকের ব্যবহারকারী অনেক বেড়েছে। যা ফেইসবুকের প্রকাশিত পরিসংখ্যানেই পরিলক্ষিত। এই তো কিছুদিন আগের কথা যখন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা সাধারণত গুগল, জিমেইল, ইয়াহু, এমএসএন, মাইক্রোসফট, ডাব্লিউ থ্রি স্কুল, ইউটিউব – এসব ওয়েবসাইটগুলোর সাথেই পরিচিত ছিল বেশি। কিন্তু এখন ফেইস বুকের জন্যই নেট ব্যবহার করছে অনেকে। তাহলে কি আমরা বলবো না প্রেক্ষাপটটা পাল্টিয়েছে অনেক খানি। কিন্তু প্রেক্ষাপট কিংবা অন্য যাই বলি না কেন এটা যে তরুণ সমাজে ক্ষতির অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে তা বলাই বাহুল্য। ছেলেমেয়েরা সারাদিনের প্রায় অধিকাংশ সময়টা ফেসবুকে ব্যয় করছে। তাহলে মনে প্রশ্ন জাগতেই পারে তারা পড়াশুনা করছে কোন সময়টাতে। কয়েকটি প্রশ্ন রাখি আপনাদের কাছে- ১. কয়টা ছেলে বা মেয়ে ব্লগার ব্যবহার করছে ? ২. কয়টা ছেলে বা মেয়ে গুরু.কম, ওডেস্ক, গেটএফ্রিল্যান্সার, ইল্যান্স কিংবা রেন্ট-এ-কোডারের মতো ওয়েবসাইটগুলো ব্যবহার করছে ? ৩. আর কয়টা ছেলেমেয়ে ফেইস বুক ব্যবহার করছে তার একটা পরিসংখ্যান বের করুন। দেখবেন কোনটা এগিয়ে আছে ?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
sala sagol
Post a Comment